গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ড্রাম বিস্ফোরণের ঘটনায় ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে ব্রিষ্টল ফার্মা লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: ১. রেদোয়ান আহমেদ (২৫), পিতা: মৃত জাহেদুল ইসলাম, হরিণাচালা এলাকা। ২. হৃদয় আহমেদ স্বাধীন (১৭), পিতা: দেলোয়ার হোসেন, বাইমাইল এলাকা।
৩. খালিদ আব্দুল্লাহ (১৯), পিতা: রফিকুল ইসলাম, বাইমাইল এলাকা। ৪. আরমান হোসেন (২২)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মতে, কারখানার চার শ্রমিক নামাজের জন্য ওজু করতে গিয়েছিলেন। এসময় টিনশেডের একটি কক্ষে কেমিক্যাল ভর্তি ড্রাম বিদ্যুতের সুইচের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়। এতে চার শ্রমিক দগ্ধ হন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্রিষ্টল ফার্মা লিমিটেডের প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, “আমাদের ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “কেমিক্যালের ড্রামের পাশে থাকা বিদ্যুতের সুইচ থেকে গোলযোগের কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।