Dhaka Reader
Nationwide Bangla News Portal

সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

38

সুন্দরবনের বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় শনিবার (১ জুন) থেকে তিন মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার।

ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রজনন ঋতুতে সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

এদিকে দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞায় কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বনজীবীরা।

খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, নির্দেশনা অনুযায়ী আজ শনিবার (১ জুন) থেকে (৩১ আগস্ট) পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মাছ ধরতে পারবেন না জেলেরা। পাশাপাশি কোনো পর্যটকও প্রবেশ করতে পারবে না। এ সময়ের মধ্যে কোনো নৌযান সুন্দরবনের অভ্যন্তরের খালগুলোতে চলাচল করতে পারবে না। নিষেধাজ্ঞার এ সময়ের জন্য বনজীবীদের প্রণোদনার তালিকার যাছাই বাছাই চলছে।

তিনি জনান, বাছাইয়ের কাজ শেষ করে এ বছর প্রণোদনা দেওয়া সম্ভব হবে না। আগামী বছর দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.