Dhaka Reader
Nationwide Bangla News Portal

সালথায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

420

সালথা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সালথা উপজেলা চেয়ারম্যানের কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা আবু সালেহ খসবু, হারুন অর-রশিদ, সৈয়দ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদ মোল্যা, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধুর আত্ম-জীবনী তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নগরকান্দা পৌরসভার প্রথম মেয়র মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

Leave A Reply

Your email address will not be published.