Dhaka Reader
Nationwide Bangla News Portal

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

40

ঢাকার ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসীন আহমেদ স্বপনের পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডসের সভাপতি বাদল চৌধুরি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি- বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, ডিইউজে’র সদস্য হুমায়ুন কবির, বিশ্বাস মিডিয়ার সম্পাদক আব্দুল খালেক লাভলু, বিসিআরসি’র সাংগঠনিক সম্পাদক হাফেজ এস.এম মহিউদ্দিন, প্রশান্ত কুমার দাস, মাকসুদুল আলম রবি, নিউজ২১ এর সিইও রনি মজুমদার, সিনিয়র সাংবাদিক খালেদ মাহমুদ রকি, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. জসীম উদ্দিন, নির্বাহী সম্পাদক মো. আশিকুর রহমান, নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরি, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে যারা আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের শারীরিক নির্যাতন করেছে তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.