বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হওয়া একান্ত প্রয়োজন। তিনি মনে করেন, নির্বাচনের অভাবেই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠছে না, ফলে সরকারি দলের আধিপত্য ও অত্যাচার প্রতিষ্ঠা পাচ্ছে।
মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা উচিত। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর নিগ্রহের ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক ও সামাজিক সংস্কার নয়, বরং একটি মৌলিক পরিবর্তনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সামাজিক বিপ্লব অর্জন সম্ভব। তিনি জানান, গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলো যদি একটি যুক্তফ্রন্ট গঠন করে, তাহলে সাধারণ মানুষ বিপুলভাবে সাড়া দেবে এবং একটি বিকল্প রাজনৈতিক ধারা দৃশ্যমান হবে।
বর্তমান সরকারের আইন প্রয়োগের প্রসঙ্গে তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করা দরকার। গণহারে মামলা দেওয়া কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।
বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত চালু করার বিষয়ে তিনি শিক্ষাকে গুরুত্বদানের পাশাপাশি উপযুক্ত উপাচার্য নিয়োগের পরামর্শ দেন।