বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় ক্রেতাদের ভিড় জমে। বিশেষ ছাড় ও “বাই ওয়ান গেট ওয়ান” অফারের কারণে ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।
এবারের মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন ছিল, যার মধ্যে ৩৫১টি দেশীয় প্রতিষ্ঠান ও ১১টি সাতটি বিদেশি প্রতিষ্ঠানের। ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া মেলায় অংশ নেয়।
বিক্রেতারা জানান, শেষ দিনে বেচাকেনা ভালো হলেও প্রত্যাশিত লাভ হয়নি। মেলার সময় বাড়ানোর দাবি থাকলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন।
গত ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করেন। এটি ১৯৯৫ সালে শুরু হওয়া মেলার ২৯তম আসর। দর্শনার্থীদের জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস ও উবার সার্ভিস চালু ছিল, এবং এবারই প্রথম অনলাইন টিকেটিং ব্যবস্থা চালু করা হয়।