Dhaka Reader
Nationwide Bangla News Portal

বাংলা একাডেমীতে দুই বাংলার কবিদের মিলন মেলা

183

নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমীতে স্বরচিত কবিতা পাঠের আসরে দুই বাংলার কবিদের মিলন মেলায় পরিণত । শনিবার বিকেলে এপার ও ওপার বাংলার কবিদের নিয়ে বাংলা একাডেমীর শামসুর রহমান মিলনায়তনে এ আসরের আয়োজন করা হয়।

পড়ন্ত বিকেলে শুরু হওয়া স্বরচিত কবিতা পাঠের আসরে বঙ্কিমচন্দ্রের পঞ্চম পুরুষ দেবের কন্ঠে কবিতা শোনে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল উভয় দেশের সেরা কবিগণ। জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহাপরিচালক কবি মিনার মনসুর, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজির লিটন ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। আসরে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক নুরুল হুদা।

বিশেষ অতিথিদের কাব্যরসময় কথা ও স্বরচিত কবিতায় কবি শামসুর রহমান মিলনায়তনটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। কবিতা, পুরো নাম রিমি কবিতা; কবিতা নামটি তার সার্থক হল স্বরচিত কবিতা শুনে। দুই বাংলার আরও অনেক প্রথিত যশা কবিদের কন্ঠে কবিতা শুনে সমাপ্তি ঘটে এই প্রাণবন্ত কবিতা সন্ধ্যার।

Leave A Reply

Your email address will not be published.