Dhaka Reader
Nationwide Bangla News Portal

নেতানেয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, ‘তোমার সময় শেষ’

372

নিউজ ডেস্ক:
আগস্ট- করোনার প্রভাবে দেশে দেশে অর্থনীতির উপর ব্যাপক পড়েছে। এ সময় অনেক মানুষ ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে ব্যাপক হারে বেড়েছে বেকারত্ব।

করোনার এ সময়ে মহামারি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এবং দুর্নীতির দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষাভ চলছে। করোনার কারণে ব্যবসায়ের উপর অর্থনৈতিক প্রভাব মেকাবেলায় ব্যর্থ হেওয়ায় এবং চাকরিচ্যুতি ঠেকাতে না পারায় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব। নেতানেয়াহুর বাসার সামনে দিন দিন বিক্ষোভ জোড়ালো হচ্ছে।

সারাদেশে সড়বে ও ব্রিজে মানুষ জড়ো হয়ে পদত্যাগের দাবি জোড়ালো করছে। তবে নেতানেহাহুর দলের পক্ষ থেকে বিক্ষোভকে বামপন্থিদের দাঙ্গা বলে অভিহিত করা হচ্ছে। সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশ্বাস দিলেও বিক্ষোভকারীকরা ‘তোমার সময় শেষ বলে’ স্লোগান ফেটে পড়ছে।

Leave A Reply

Your email address will not be published.