কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে তিন দিন মজুরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভেড়ামারা ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিট দিকে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামে পুরাতন পাড়াই এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আজিম মন্ডের তিন ছেলে সাইফুল, রহিদুল ইসলাম ব্যাথা,আশ্রাফুলের বসতবাড়ি নগদ অর্থ, তামাক সহ সব পুড়ে যায়।
সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে আমার বাড়িতে আগুন গেলে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন আমার খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোন উপায় নাই।
ভেড়ামারা ফায়ার সার্ভিস অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, রান্না ঘর থেকে লাগা আগুনে ৩টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।