Dhaka Reader
Nationwide Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৯

111

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৯ জন, বর্ষা এলেই প্রায় সারাদেশে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যে ঠাকুরগাঁওয়েও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪২ সুস্থ হয়ে বাড়ি ফিরে জান ৩৩ জন। তাদের মধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৯ জন। তবে অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই ঢাকা থেকে এসেছে।
হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটে কর্মরত সিনিয়র নার্স রমা রাণী সিনহা বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি আমরা। রোগীদের অবস্থা বর্তমানে ভালো আছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে এসেছে। ট্রেন ও বাসের মাধ্যমে আসায় তাদের শরীরে যে মশা কামড় দিয়েছে সেই মশাগুলো আরও অন্যজনকে কামড়েছে। এভাবেই মশাগুলো ছড়িয়ে যাওয়ার ফলে এখন স্থানীয়দের মধ্যেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে ও কেউ জ্বরে আক্রান্ত হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন।

Leave A Reply

Your email address will not be published.