কুড়িগ্রামে ভোক্তাদের অধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি:
করোনা মহামারীতে ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও নির্ধারিত মূল্যে সঠিক মানের ঔষধ বিক্রয়ে কুড়িগ্রামে কেমিষ্টদের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কুড়িগ্রাম জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মাহফুজার রহমান মজনু।
নুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাইদুল হাসান দুলাল, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, শামীম জুননুরাইন, আশরাফুল হক রুবেলসহ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ।
এর আগে আদর্শ পৌরবাজারে সমিতির অফিস উদ্বোধন করেন অতিথিরা।