Dhaka Reader
Nationwide Bangla News Portal

রাশিয়ায় সেতু ধসে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৭

ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে একটি মহাসড়কের সেতু ভেঙে রেললাইনের ওপর পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রাশিয়ার জরুরি সেবাবিভাগ জানায়, সেতুটি ধসে পড়ার সময় নিচ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রেনের ওপর কয়েকটি ভারী ট্রাক পড়ে যায়। এতে ট্রেনের লোকোমোটিভ ও একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) রাতে ব্রিয়ান্স্কের ভিগোনিচস্কি জেলায়, যখন ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল।

স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ট্রেনের ধ্বংসস্তূপের মধ্যে যাত্রীরা একে অপরকে সাহায্য করে বেরিয়ে আসছেন।

মস্কো রেল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পরিবহন কার্যক্রমে ‘অবৈধ হস্তক্ষেপের’ কারণে সেতুটি ধসে পড়েছে। এ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটর অফিস।

ঘটনার পর যাত্রীদের কাছের এক স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছে দিতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছে মস্কো রেলওয়ে।

ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত, যা ঘটনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। উদ্ধার কাজ চালাতে অতিরিক্ত জরু

Leave A Reply

Your email address will not be published.