Dhaka Reader
Nationwide Bangla News Portal

দুমকীর রুপকার এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।  কর্মসূচীর মধ্যে কোরআন খতম, তার জীবনীর উপর রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ( ৪ জুন) সকাল ১০টায় দুমকি উপজেলা অডিটেরিয়ামে  উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে  এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের উপাধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন,  দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন,আহম্মেদ হারুন কারিগরি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন,   সরকারি জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান, হাবিবুর রহমান, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ, গণ অধিকার পরিষদ দুমকীর আহবায়ক মুন্না জহির, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন,  দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকী বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বাবুল চন্দ্র লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এম কেরামত আলী স্মরণে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.