Dhaka Reader
Nationwide Bangla News Portal

এসআই জহিরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বিএনপি নেতার!

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুল ইসলামকে মুঠোফোনে গুলি করার হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি-দক্ষিণ) উপ-পরিদর্শক (এসআই) জহির।

সম্প্রতি ‘দৈনিক আমাদের সংবাদ’ নামক একটি অনলাইন পোর্টালে ‘গাজীপুরে বিএনপি নেতাকে গুলি করার হুমকি দিলেন ডিবি কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এসআই জহির বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। তিনি বিএনপি নেতা কামরুল ইসলামকে মুঠোফোনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার মতো কোনো হুমকি দেননি। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো প্রমাণ ছাড়াই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

ডিবি কর্মকর্তা আরও দাবি করেন, তার কোনো ‘সোর্স’ দিয়ে চাঁদাবাজি বা স্থানীয় আওয়ামী লীগ নেতার কাছ থেকে মামলার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিবের আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের বিষয়টিও তিনি অস্বীকার করেন। এসআই জহির বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য এর আগে গত ১ ডিসেম্বর বিএনপি নেতা কামরুল ইসলাম অভিযোগ করেন, এসআই জহির মুঠোফোনে তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.