Dhaka Reader
Nationwide Bangla News Portal

ইসরাইলকে নিয়ে ‘পক্ষপাতমূলক’ খবর, বিবিসির সমালোচনায় শতাধিক সাংবাদিক

গাজার যুদ্ধের প্রতিবেদনে ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতমূলক খবর প্রচারের অভিযোগ তুলেছেন বিভিন্ন পেশার ২৩০ জনেরও বেশি ব্যক্তি, যাদের মধ্যে ১০১ জন বিবিসির কর্মী। এক চিঠিতে তারা বিবিসিকে ‘ন্যায্যতা, নির্ভুলতা এবং নিরপেক্ষতার’ প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিবিসির মহাপরিচালক টিম ডেভির কাছে পাঠানো চিঠিতে ২৩০ জন সদস্য স্বাক্ষর করেছেন, যার মধ্যে ১০১ জন বেনামী বিবিসি কর্মী। এই চিঠিতে মিডিয়া সংস্থার সাংবাদিকদের পাশাপাশি ইতিহাসবিদ, অভিনেতা, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। শুক্রবার দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরেছে।

চিঠিতে গাজার সংবাদ প্রচারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ন্যায্য ও নির্ভুল তথ্যের অভাবের জন্য বিবিসির সম্পাদকীয় মানকে ব্যর্থ বলে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, “আমরা বিবিসিকে ভয় বা পক্ষপাত ছাড়াই প্রতিবেদন তৈরি এবং সর্বোচ্চ সম্পাদকীয় মানদণ্ডে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ন্যায্যতা, নির্ভুলতা এবং যথাযথ নিরপেক্ষতার উপর জোর দিতে হবে।”

অপরদিকে, বিবিসি এসব অভিযোগ অস্বীকার করেছে। ব্রিটিশ ভিত্তিক সংবাদ সংস্থাটি বলছে, “আমরা সবচেয়ে বিশ্বস্ত এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য দায়িত্ব পালন করার চেষ্টা করি।”

একজন মুখপাত্র জানান, “যখন আমরা ভুল করি বা প্রতিবেদন করার পদ্ধতিতে পরিবর্তন করি, তখন আমরা স্বচ্ছ থাকি। আমাদের শ্রোতাদের কাছে আমাদের প্রতিবেদনের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা খুব স্পষ্ট।”

বিবিসি অন্যান্য ব্রিটিশ সংবাদসংস্থাগুলোর মধ্যে রয়েছে, যেসব প্রতিষ্ঠান গাজাভিত্তিক খবর প্রচারের জন্য গত এক বছরে সমালোচিত হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্টের তথ্যমতে, তালিকায় অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল, ক্যাথরিন হ্যাপার, সমাজবিজ্ঞানের সিনিয়র লেকচারার ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ডিরেক্টর রিজওয়ানা হামিদ, এবং সম্প্রচারকারী জন নিকলসন।

Leave A Reply

Your email address will not be published.