Dhaka Reader
Nationwide Bangla News Portal

ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম: প্রতিবাদে সভা ও মিছিল

ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের অভিযোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শ্যামপুরের জুরাইনে ঢাকা রেশনিং কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থবছরের ডিলারশিপের আবেদনকারীরা এই সভার আয়োজন করেন।

মোহাম্মদ শহিদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন তারিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ডিলার নিয়োগের লটারি ছিল একটি সাজানো নাটক। অনেক আবেদনকারীকে মোবাইল বার্তার মাধ্যমে লটারির খবর জানানো হয়নি, ফলে তারা পুরো প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন।

প্রতিবাদ সভা থেকে বক্তারা অবিলম্বে ২৯ সেপ্টেম্বরের লটারি বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে লটারির আয়োজনের দাবি জানান। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে— অঞ্চলভিত্তিক সব আবেদনকারীর তালিকা প্রকাশ, ঘুষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা এবং রেশনিং কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ। এছাড়া, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত পুরোনো ডিলারদের বাদ না দেওয়া এবং অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়।

বক্তারা মাঠ পর্যায়ে কঠোর তদারকি, কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং দোকান ও ট্রাক সেলের জন্য আলাদা ডিলার নিয়োগের আহ্বান জানান। সভা শেষে একটি মিছিল বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেশনিং কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.