Dhaka Reader
Nationwide Bangla News Portal

গাজীপুরে চিকিৎসক দম্পতিকে জিম্মি করে ডাকাতির মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অন্যতম মূলহোতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ২১ জুন ভোরে ৮-১০ জনের একটি ডাকাত দল শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক ও তার স্ত্রী মৌসুমী আক্তার লিজার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ডা. মোর্শেদুলের হাত-পা বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়। পরে তারা বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, তিনটি দামি হাতঘড়ি ও দুটি মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৫৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার পর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.