Dhaka Reader
Nationwide Bangla News Portal

তিস্তাসহ ৩ নদীর পানি বাড়ছে, ৪ জেলায় বন্যার পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে এবং উজানে ভারতে ভারী বর্ষণের কারণে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নদীসংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

রবিবার (৫ অক্টোবর) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় এই তথ্য জানায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এর ফলে উত্তরের নদ-নদীগুলোর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৬৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভুটান আবহাওয়া ও পানি বিজ্ঞান সংস্থার তথ্য অনুযায়ী, সেখানকার ওয়াংচু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার প্রভাব ভাটিতে থাকা বাংলাদেশের ধরলা ও দুধকুমার নদের ওপর পড়ছে। এ ছাড়া করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, আত্রাই ও মহানন্দার মতো নদ-নদীর পানিও বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আকস্মিক বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি সাময়িক হতে পারে। দুই দিন পর বৃষ্টি কমে এলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.