Dhaka Reader
Nationwide Bangla News Portal

খাগড়াছড়ির গুইমারায় বাজারে আগুন, পুড়েছে ১৩ দোকান

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় হাজী ইসমাইল মার্কেটে শনিবার গভীর রাতে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, যে বাজারে আগুন লেগেছে, তার পাশেই পুলিশ, বিজিবি ও সেনা ক্যাম্পের অবস্থান। গুইমারায় ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় মাটিরাঙ্গা থেকে দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই উপজেলার রামসু বাজারে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে হয়ে আছে এবং মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় অনেক গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই উত্তেজনার কারণে এ বছর মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার আমেজও ম্লান হয়ে গেছে। আতঙ্কের কারণে খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে রথ ভাসানোর কর্মসূচি বর্জন করা হয়েছে।

এদিকে, প্রশাসনের আশ্বাসে ‘জুম্ম ছাত্র জনতা’ তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এবং শনিবার রাত থেকে ১৪৪ ধারাও তুলে নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.