Dhaka Reader
Nationwide Bangla News Portal

নির্বাচন বানচালের সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই: প্রেস সচিব

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে সরকার তা কঠোর হস্তে দমন করবে। কোনো অযৌক্তিক দাবি বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারী কায়দায় দেশ চালানো দলটি নিজেরাই রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের বদলে সহিংসতা ও হত্যার পথ বেছে নেওয়ায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

Leave A Reply

Your email address will not be published.