Dhaka Reader
Nationwide Bangla News Portal

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২১২ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।

রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন এবং বরিশাল বিভাগে ১৯৫ জন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১০২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর বরিশাল বিভাগে ৩২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জনের মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.