সরকার সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৫২টি বিলাসবহুল গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভেঙে দেওয়ার কারণে এই গাড়িগুলো ছাড় করা সম্ভব হয়নি, তাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এগুলো নিলামে বিক্রি করে রাজস্ব আদায় করবে। এসব গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলো ফেরত পাঠানো হলে রাজস্ব আদায়ে ক্ষতি হবে। তাই সহজ শর্তে এগুলো বিক্রি করে সরকার রাজস্ব আদায় করবে।
এনবিআর জানিয়েছে, ৫২টি গাড়ির মোট আমদানিমূল্য প্রায় ৭০ কোটি টাকা। শুল্কসহ প্রতিটি গাড়ির দাম ৮-১০ কোটি টাকার বেশি হতে পারে। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানিকারকদের মধ্যে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ অন্যান্যরা।
সরকার আশা করছে, এসব গাড়ি বিক্রির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।