সরকারি হাসপাতালে সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ

সরকারি স্বাস্থ্যসেবার উন্নয়নে পাঁচ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এছাড়া সভায় এলএনজি আমদানি ও সরকারি প্রতিষ্ঠানের নামকরণ নিয়েও আলোচনা হয়। সৌদি আরবের ‘আরামকো’ কোম্পানি বাজারমূল্যের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে। বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ হওয়া কিছু প্রতিষ্ঠান বাতিল করা হয়েছে। এর অংশ হিসেবে আজ দুটি প্রতিষ্ঠানের নাম বাতিল করা হয়েছে।

সরকার আশা করছে, এই নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Comments (0)
Add Comment