রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শফিকুল আলম জানান, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে।
রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং সরকারের একমত পোষণের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।”
শেখ হাসিনাকে উৎখাতের জন্য বিভিন্ন সংগঠন রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। মঙ্গলবার বঙ্গভবনের সামনে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ চলেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি, তবে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শফিকুল আলম বলেন, “আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করছে, তাদের বঙ্গভবনের আশপাশ থেকে সরে যাওয়ার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়ানো হয়েছে।”
গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাষ্ট্রপতি জানান, তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনেছেন, কিন্তু কোনো দালিলিক প্রমাণ নেই।
এ অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান এবং তাকে অপসারণের বিষয়ে ভাবা যায় বলে মন্তব্য করেন।
শফিকুল আলম বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে বলেন, “আমাদের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে। যদি কোনো সিদ্ধান্ত হয়, তা জানিয়ে দেব।”
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়েও গুজব ওঠে, তা নাকচ করে বলেন, “তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন।”