ফেনীতে রেলওয়ে পুলিশকে মারধর করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে শিক্ষার্থীরা ফেনী যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিনা টিকেট ভ্রমণে তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা উল্টো চড়াও হয় এবং এক পর্যায় পুলিশের উপর হাত তুলে।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ তথা ১৭তম আবর্তনের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের ৪ জন এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের ১ জন শিক্ষার্থী বিয়ের দাওয়াত খেতে ফেনীতে যায়। ট্রেনে টিকিট ছাড়াই ভ্রমন করে তারা। রেলওয়ে পুলিশের চেকিং এ ধরা পড়লে তাদেরকে আটক করে পুলিশ।
এ বিষয় ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জরুরি নাম্বারে যোগাযাগ করা হলে সাইফুল ইসলাম জানান, “গতকাল রাতে বিনা টিকেট ভ্রমণ করায় আমাদের চেকিং এ তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষার্থীদের অভিভাবকরা আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমাকে জানানোর পর আমি সেখানে ওসির সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা ভুল করেছে। তবে ওসি বিষয়টি কঠোরভাবে না নিয়ে অভিভাবকদের ডেকে তাদেরকে ছেড়ে দিবেন জানিয়েছেন।