বাইডেন-সির ঐকমত্য: পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা উচিত মানুষের হাতে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত মানুষের হাতে রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন এ সিদ্ধান্তে ভূমিকা না রাখে, সে বিষয়েও তাঁরা একমত হয়েছেন।

শনিবার পেরুর লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। বৈঠকের পর হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, “পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দুই নেতা সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে দায়িত্বশীলতা এবং সম্ভাব্য ঝুঁকিগুলো মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

চীনের সরকারি বিবৃতিতেও এআই-সংক্রান্ত একই দৃষ্টিভঙ্গির উল্লেখ রয়েছে।

তাইওয়ান নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার বিষয়টিও আলোচনায় উঠে আসে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের বিষয়ে চীনের ‘লাল রেখা’ অতিক্রম না করার বিষয়ে সতর্ক করেছেন।

এদিকে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান নিরাপত্তা সমর্থক হলেও দ্বীপটির স্বাধীনতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেয় না।

গত বছর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের কাছে ৫০০টির বেশি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ১,০০০ ছাড়াতে পারে।

বৈঠকটি এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা বা পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Comments (0)
Add Comment