বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, ফেনীতেই ১৯ জন

দেশের ১১ জেলায় চলমান বন্যায় আজ শুক্রবার (৩০ আগস্ট) আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। ফেনীতে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম উল্লেখযোগ্য। এছাড়া মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১১ জেলায় প্রায় ১০ লাখেরও বেশি পরিবার বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ, যাদের জন্য স্বাস্থ্যসেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিছু অঞ্চলে এখনও পরিস্থিতি জটিল রয়ে গেছে।

Comments (0)
Add Comment