ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার, প্রতিবাদ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালকের

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নির্বাচিত পরিচালক জাহিদ হাসান নিপু ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জাহিদ হাসান নিপু দুঃখ প্রকাশ করেন বলেন, “বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নীতিমালা অনুসারে আমি নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। অথচ দুঃখজনকভাবে, গত আট মাস ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, এবং আমার কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসা থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি সকল সচেতন নাগরিক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীকে অনুরোধ করব, এই ধরনের বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক অপপ্রচারে কান না দিতে।”

জাহিদ হাসান জানান, অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। এতে সাধারণ জনগণও বিভ্রান্তির মধ্যে পড়ছে এবং অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাহিদ হাসান নিপু গ্রাহকসেবায় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন।

একাধিক গ্রাহক জানিয়েছেন, বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সমস্যায় তিনি দ্রুত সাড়া দেন এবং অনেক সময় নিজে উপস্থিত থেকে সমস্যার সমাধান নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment