পবিপ্রবির  কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন। তিনি মৃত্তিকা বিজ্ঞান অনুষদের সিনিয়র অধ্যাপক।
শনিবার (৩১ মে) সংবাদমাধ্যমে পবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর কাজী রফিকুল ইসলাম এর অনুমোদন ক্রমে মৃত্তিকা বিজ্ঞান অনুষদের জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেনকে ২৯ মে কৃষি অনুষদের ডিন নিয়োগ দেয়া হয়েছে। তাকে ১জুন ২০২৫ খ্রি: তারিখ হতে পরবর্তী ২(দুই) বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস  আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে।  স্মারক নং পবিপ্রবি / প্রশা-১৮৪ /ড – ০২ / ০৪ /১২১৭. ড. মোঃ দেলোয়ার হোসেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক সভাপতি।
দেশী ও বিদেশী জার্নালে তাঁর একচল্লিশটি প্রকাশনা আছে। নেদারল্যান্ডের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয় ও গবেষণা থেকে তিনি ” Enhancing the mungbean productivity  through Rhizobium inoculation under rice-fallow stress-prone environments of southern Bangladesh  শিরোনামে একটি প্রকল্প দক্ষতার সহিত সমাপ্ত করেন।

Comments (0)
Add Comment