পঞ্চগড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্ত ২৮ জন

পঞ্চগড়ে দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা। গত দুই সপ্তাহে ২৮ জনের মাঝে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত সোমবার (৩১ জুলাই) জেলায় নতুন করে ৫ জনের ডেঙ্গু শনাক্ত হলেও মঙ্গলবার (১ আগস্ট) তিন জনের শনাক্ত হয়। এনিয়ে নতুন শনাক্তের সংখ্যা দারায় ৮ জনে। এ নিয়ে গত দু’দিনে শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২৮ জনে।

বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল সহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছে। তবে আক্রান্ত সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ফেরত বলে জানা যায়।

বুধবার (২ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিস ঘুরে জানা যায়, ২৮ জনের মধ্যে নতুন শনাক্তদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও পঞ্চগড় সদর হাসপাতালে ১ জন চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে বাকি আক্রান্তদের অবস্থা কিছুটা উন্নত হওয়ায় তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

এদিকে প্রত্যন্ত গ্রামে এ রোগে আক্রান্তের খবরে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। তবে চিকিৎসক বলছে গুরুত্বর আক্রান্তের শনাক্তের পর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে আসলে পরীক্ষা শেষে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। যাদের অবস্থা গুরুত্বর দেখছি, তাদের চিকিৎসা প্রদানের জন্য হাপসাতালের ৪তলায় ডেঙ্গু ওয়ার্ডে (সাবেক করোনা ওয়ার্ড) চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

Comments (0)
Add Comment