দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব পাননি তারিক সিদ্দিকের স্ত্রী ও মেয়ে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক মাল্টার নাগরিকত্বের আবেদন করলেও ‘অর্থপাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের’ অভিযোগ থাকায় তা পাননি। ২০১৩ ও ২০১৫ সালে তাদের আবেদন নাকচ হয়।

শাহীন সিদ্দিকের বিরুদ্ধে একটি কোম্পানির মাধ্যমে সরকারী জমি দখল করার অভিযোগ ছিল। এই অভিযোগের কারণে তাদের নাগরিকত্বের আবেদন বাতিল করা হয়। ২০১৫ সালে তারা আবার আবেদন করেন, কিন্তু তাদের অতীতের অভিযোগ বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়।

এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৫ বিলিয়ন ডলারের ‘আর্থিক অনিয়মের’ তদন্তে শাহীন সিদ্দিকের নামও উঠে এসেছে। দুদক দাবি করেছে, তারা ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামক একটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করেছেন।

এছাড়া, তারিক সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে অন্যান্য দুর্নীতির অভিযোগও রয়েছে, যা তদন্তাধীন।

Comments (0)
Add Comment