গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না: স্টারমার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সৃষ্ট মানবিক সংকটে গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না।”

মঙ্গলবার (২১ মে) ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

স্টারমার বলেন, “গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতে চাই। নিরীহ শিশুদের ওপর বারবার বোমাবর্ষণ—এই দুর্ভোগ একেবারেই অসহনীয়।” তিনি আরও বলেন, “গাজায় নিরপরাধ শিশুদের ওপর চলমান বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না।”

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৫৩ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হামলার পাশাপাশি গাজায় কঠোর অবরোধ জারি রেখেছে ইসরায়েল, ফলে সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষের পরিস্থিতি।

স্টারমার বলেন, ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণায় কেবলমাত্র সীমিত পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “এই সহায়তার পরিমাণ সম্পূর্ণরূপে অপর্যাপ্ত—এটা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধে যুক্তরাজ্যের অবস্থান আগের মতোই কঠোর রয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা অনেকগুণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির দাবিকে উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ধ্বংসাত্মক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার গাজায় দুর্ভিক্ষ, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকট নিয়ে সতর্ক করলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

Comments (0)
Add Comment