ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, ফিলিস্তিনের গাজার মত লেবাননও ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। বুধবার (৯ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি লেবনের বাসিন্দাদের উদ্দেশে এই সতর্কতা দেন, যা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজে প্রকাশিত হয়েছে।
নেতানিয়াহু বলেন, “আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ রয়েছে, যাতে দীর্ঘ যুদ্ধে পতিত হওয়া এবং গাজার মত ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়া থেকে বাঁচতে পারেন।”
তিনি হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যা করার দাবি করেন এবং জানান যে, হিজবুল্লাহ বহু বছর ধরে দুর্বল ছিল, কিন্তু বর্তমানে তা আরও বেশি দুর্বল অবস্থায় রয়েছে।