কেশবপুরে ভাগবত আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত

কেশবপুরের বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে ভাগবত আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সুকুমার সাহা, যুগ্ম সাধারণ স¤পাদক গৌতম রায় এবং প্রচার স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক। ভাগবত আলোচনা করেন অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ডা. মিলন কুমার বসু। এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পঙ্কজ দাস, সদস্য সচিব অসীম কুমার ভট্টাচার্য্য, পূজা পরিষদ নেতা পার্থ ব্যানার্জী, রামভদ্রপুর মহাশ্মশানের সহসভাপতি রাম গাঙ্গুলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

Comments (0)
Add Comment