ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬০

ইসরায়েলের উত্তরাঞ্চলে বেনইয়ামিনা এলাকায় একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, হামলার পর আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল দূরে ওই সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়, এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় ও আঞ্চলিক হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়, যার মধ্যে হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টার অন্যতম।

হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তারা এই আঘাত হেনেছে। দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তেল আবিব ও হাইফার মধ্যবর্তী আইডিএফের গোলানি ব্রিগেডের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

Comments (0)
Add Comment