প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা থাকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী ভারতীয় দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে মুখিয়ে দুই দলই। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল।
ব্রিজটাউনে লো-স্কোরিং ম্যাচে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ব্যাটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে হিমশিম খায় টিম ইন্ডিয়া। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের দল নিয়ে আরও বড় পরীক্ষা-নিরীক্ষায় মাতে ভারত। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন হারে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব মনে করেন, রোহিত-কোহলিরা নিজেদের অনেক বড় ক্রিকেটার ভাবে। তারা মনে করে, তারা সব জানে।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও বিচলিত নন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘অন্যদের খেলার সুযোগ দিতে চাইছি আমরা। এশিয়া কাপের আগে আমাদের হাতে দুই-তিনটি ম্যাচ রয়েছে। ইনজুরির কারণে আমাদের কয়েক জন ক্রিকেটার জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে। ইনজুরি কটিয়ে এখনও মাঠে ফিরেনি। এজন্য বিকল্পদের তৈরি রাখা হচ্ছে।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ২০১৯ সালের ডিসেম্বরের পর ভারতের বিপক্ষে জয় খড়া কাটাতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজ জয়ের খড়া কাটানোর সুযোগ ক্যারিবীয়দের। ১৭ বছর ও টানা ১২টি সিরিজে ভারতের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আলিক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি ও জেইডেন সিলেস।
ভারতের সম্ভাব্য একাদশ:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, উমরান মালিক, ও মুকেশ কুমার।