সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন প্রবাসী মোহাম্মদ করিম। তিনি একটি বিমানের টিকেটও কেটেছিলেন, কিন্তু মাত্র দুদিন আগে, বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। করিম (২৫) চট্টগ্রামের ফটিকছড়ির রোসাংগিরি এলাকার বাসিন্দা।
দুবাইয়ে অবস্থানকালে করিম স্থানীয় একটি মুদির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। টিকেট কাটা, কেনাকাটা ও পরিবার-পরিজনদের জন্য ব্যাগ গোছানোর কাজ সম্পন্ন করে তিনি দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। তবে, কাকতালীয়ভাবে, তার পরিকল্পনার ঠিক আগে সকালে কীটনাশক প্রয়োগ করা রুমে ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার বন্ধু আকবর তাকে ডেকে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ও প্যারামেডিকরা এসে করিমকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে অনেকেই মনে করছেন কীটনাশকের বিষক্রিয়া। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য দুবাই পুলিশের ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছেন তার সহকর্মীরা।
এ ঘটনা প্রবাসীদের জীবনের অস্থিরতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ধরে। করিমের পরিবারের জন্য এটি একটি হৃদয়বিদারক ক্ষতি, যারা তার আগমনকালে তাকে বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন।