আরাফাত হোসেন জয়:
শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচার এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-বিপিএফএমইএ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩) রাজধানীর পল্টনের সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা নিরবিচ্ছিন্নভাবে চলে বিকাল ৩টা পর্যন্ত।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ৭৮ জন ভোটারের মধ্যে একজন ছাড়া সকলেই ভোট প্রদান করেন। এর মধ্যে দুইটি ভোট নষ্ট হয়। ১১টি পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে বিজয়ীরা হলেন, এমএ কবির (নোটন) ৪৮ ভোট, মো: ইসমাইল মোল্লা ৪৬ ভোট, মো: তোফায়েল আহমেদ ৪৪ ভোট, মোহাম্মদ হাফিজ উল্লাহ ৪২ ভোট, মুজিবুর রহমান ইমন ৪১ ভোট, হাজী মো: সোহেল ৪১ ভোট, মো: ফারুখ পাঠান ৪১ ভোট, গিয়াস উদ্দিন আরজু ৪১ ভোট, মো: নুরুল আলম ৪০ ভোট, মো: ফরিদ উদ্দিন চৌধুরী ৩৯ ভোট এবং মো: আনিসুর রহমান ভূইয়া ৩৯ ভোট।