পূজায় বিএনপি নেতাকে সাবেক আ.লীগ নেতার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে তোলপাড়!

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একটি রাজনৈতিক ঘটনা আলোচনা সৃষ্টি করেছে।

শুক্রবার রাতে খিলগাঁওয়ের আপন ভুবন রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অমূল্য চন্দ্র দাস, যিনি আগে মহানগর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন এবং দল থেকে বহিষ্কৃত হন।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বিএনপির কর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকে এ ঘটনাকে দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছেন। কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রকাশ্যে মত দিয়েছেন এবং দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন বিএনপি নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ও অন্যান্য নেতারা।

অমূল্য চন্দ্র দাস অতীতে আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কঠোর অবস্থানের অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার উপস্থিতি ও বিএনপির নেতাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো নিয়ে দলীয় তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে।

তৃণমূল নেতাদের মতে, এমন ঘটনায় দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে, এবং তারা দলীয় সিদ্ধান্ত ও ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments (0)
Add Comment