কাউনিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে সহকারি কমিশনার (ভুমি) মনোনীতা দাসের সভাপতিত্বে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার ও জেলা আ.লীগ সদস্য সরদার আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মীর হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধীজন উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment