Dhaka Reader
Nationwide Bangla News Portal

পটুয়াখালীতে এবিপার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

আমার বাংলাদেশ (এবি) পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে পার্টির  ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (৪মে) সকাল ১০টায় ট্রাক, পিকআপ যোগে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে  নেতা কর্মিরা জেলার বিভিন্ন স্থানে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রা করেন। পটুয়াখালী জেলা শহর থেকে শুরু করে পটুয়াখালী চৌরাস্তা, তেলিখালী, গাবুয়া, বদরপুর, লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, দুমকি উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে পথ সভা করে দলের প্রচারপত্র বিলি করেন।
দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন অডিটেরিয়ামে দলের নেতা কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।  এবি যুব পার্টি, ঢাকা মহানগর দক্ষিনের  সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান, এবি যুব পার্টি, ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম  সদস্য সচিব  মোঃ মাহমুদ ফয়সাল, এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, মানিক মিয়া, দুমকি উপজেলা শাখার সদস্য সচিব মুশফিকুর রহমান মনির প্রমুখ। পঙ্গুত্ব
বিভিন্ন পথ সভায় প্রধান অতিথি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) বলেন এবিপার্টি জনগনের অধিকার আদায়ের রাজনীতি করে তাই জনগন যেখানেই অধিকার বঞ্চিত হয় এবিপার্টি সেখানেই তাদের পাশে দাড়ায়। করোনাকালীন সময় “ফুড ব্যাংক” কর্মসূচির মাধ্যমে  কর্মহীন লাখো পরিবারের যেমন পাশে দাঁড়িয়েছে, তেমনি প্রতিটি জেলায় চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করে এবিপার্টি মানুষের পাশে দাড়িয়েছে। প্রতিষ্ঠার দিন থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলনে  রাজপথে ছিলো। গত বছরে ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে থেকে এবিপার্টির নেতা কর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়া পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু হয় অনেক কেন্দ্রীয় নেতাদের কে গ্রেফতার হতে হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.