বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য পুরো জাতি আজ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে।”
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আদনান খান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সম্রাট, গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আলামিন, বাসন থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহবায়ক লুৎফর, সদর মেট্রো থানা ছাত্র দলের সাবেক আহবায়ক ইমরান হোসেন আরিফ, বাসন মেট্রো থানার সাবেক যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন সবুজ, কাউলতিয়া মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক সেলিম রানা, পূবাই মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসুম রানা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তুহিন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আমজাদ হোসেন। এছাড়া ও উপস্থিত ছিলেন- হামিদুল ইসলাম জনি, শেখ সানী, সোহেল, জাহিদ, তারেক, সুলতান, জোবায়ের, হারুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।