Dhaka Reader
Nationwide Bangla News Portal

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য রাজনৈতিক দলগুলোর

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তারা দলীয় অবস্থান থেকে সরে এসে একটি অভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে।”

Leave A Reply

Your email address will not be published.