Dhaka Reader
Nationwide Bangla News Portal

৩১ ডিসেম্বর প্রকাশ হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

আসন্ন ৩১ ডিসেম্বর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।

উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসন থেকে কেন এবং কীভাবে জুলাই বিপ্লবের সূচনা হলো, ৯ দফা থেকে ১ দফায় রূপান্তর কেন প্রয়োজন হয়ে পড়ল, ছাত্র-জনতার আকাঙ্ক্ষাগুলো কেমন ছিল—এসব নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ঘোষণাপত্রে।”

শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য-সমর্থকরা ফেসবুকে এই আয়োজন নিয়ে বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন।

এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

Leave A Reply

Your email address will not be published.