ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে এবার দুইদিন ব্যাপী ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
শিক্ষার্থী প্রতিনিধি রেখে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে কমিশন গঠনসহ কয়েকটি দাবিতে রোববার ও আগামীকাল সোমবার তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবে শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, “সাত কলেজ নিয়ে যে কোনো চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ‘অবিবেচক বক্তব্য’ প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে।
এদিকে, সাত কলেজের দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ‘প্রশাসনিক ব্যবস্থা’ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।