Dhaka Reader
Nationwide Bangla News Portal

যুগ্ম সচিব পদে পদন্নোতি পেয়েছেন ২০১জন কর্মকর্তা

উপসচিব ও সমপদমর্যাদার সরকারের ২০১জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোবরাব মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন।

আজকের দিন পর্যন্ত উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা যে তারিখে তাদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

এছাড়াও এই তালিকাভুক্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশ বাতিল বা সংশোধন হতে পারে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সিনিয়ির সহকারী সচিব থেকে ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

Leave A Reply

Your email address will not be published.