বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছু সাংবাদিকের নাম প্রকাশ করেছে, যাদের সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে ৫১ জন সাংবাদিকের তালিকা তুলে ধরা হয়।
এই প্রেস রিলিজের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে , “ছাত্র-জনতার রক্ত ঝরানোর ইন্ধনদাতা দালাল সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।” প্রকাশিত তালিকায় থাকা সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্যও সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
“আমরা মনে করি সাংবাদিকতার আড়ালে এদের কর্মকাণ্ড ছিল জাতীয় স্বার্থ ও রাষ্ট্র বিরোধী। ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে। এসব জাতীয় দুশমনরা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে আর যাতে জাতীয় ক্ষতি করতে না পারে সেজন্য তাদের বহিষ্কার ও সাংবাদিকদের নিষিদ্ধ করার নিবেদন জানাচ্ছি,” বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন যাদের নাম তালিকা করে প্রকাশ করেছে সেটি নিচে তুল ধরা হলো। ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদের নামে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় যারা রয়েছেন-
১. জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (যিনি ফ্যাসিস্ট সরকারের শুধু দালালই নয় পার্লামেন্ট মেম্বার)।
২. সাধারণ সম্পাদক শ্যামল দত্ত (প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ দিয়ে এবং টকশোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের রক্তঝরানোর মতো মানবতা বিরোধী কাজে জড়িত ছিল)।
৩. প্রেস ক্লাবের সদস্য প্রভাষ আমিন (ছাত্রদের রক্তঝরানোর মতো অমানবিক কাজে জড়িত ছিলেন)।
৪. জায়েদুল আহসান পিন্টু (ছাত্রদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে)।
৫. মোজাম্মেল বাবু
৬. আশীষ সৈকত
৭. ইকবাল সোবহান চৌধুরী
৮. সোহেল হাসান চৌধুরী
৯. ফারজানা রুপা
১০. আরিফ জেপ্তিক
১১. অশোক চৌধুরী
১২. শাহজান সরদার
১৩. সুভাষ সিংহ রায়
১৪. আজমল হক হেলাল
১৫. আবুল খায়ের
১৬. মঞ্জুরুল ইসলাম (ডিবিসি)
১৭. প্রণবসাহা (ডিবিসি)
১৮. নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন)
১৯. খায়রুল আলম (ভারতীয় গোয়ান্দা সংস্থার এজেন্ট ও ডিইউজে নেতা)
২০. সাইফুল আলম (যুগান্তর)
২১. আবেদ খান
২২. সুভাষ চন্দ্র বাদল
২৩. জ,ই মামুন
২৪. জাফর ওয়াজেদ (পিআইবি)
২৫. শাহনাজ সিদ্দিকী (বিএসএস)
২৬. সাইফুল ইসলাম কল্লোল (বিএসএস)
২৭. পাভেল রহমান
২৮. আজিজুল ইসলাম ভূঁইয়া
২৯. সৈয়দ বোরহান কবির
৩০. শাবান মাহমুদ
৩১. সৈয়দ ইশতিয়াক রেজা
৩২. মোল্লা আমজাদ
৩৩. শফিকুর রহমান
৩৪. আবুল কালাম আজাদ
৩৫. মামুন আবদুল্লাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি)
৩৬. সোমা ইসলাম (চ্যানেল আই)
৩৭. শ্যামল সরকার (ইত্তেফাক)
৩৮. অজয় দাশ (সমকাল)
৩৯. আলমগীর হোসেন (সমকাল)
৪০. শাকিল আহমেদ (৭১ টিভি)
৪১. রামা প্রসাদ (সমকাল)
৪২. সঞ্জয় সাহা পিয়াল (সমকাল)
৪৩. ফরাজী আজমল (ইত্তেফাক)
৪৪. আনিসুর রহমান (বিএসএস)
৪৫. স্বপন বসু (বিএসএস)
৪৬. হাসান জাবেদ (এনটিভি)
৪৭. মিথিলা ফারজানা (৭১ টিভি)
৪৮. শবনম আজিম (৭১ টিভি)
৪৯. এনামুল হক চৌধুরী
৫০. দিপক কুমার আচার্য
৫১. নাঈমুল ইসলাম খান।