Dhaka Reader
Nationwide Bangla News Portal

ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের পিটুনিতে নিহত ১

রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সোয়া ৫টার দিকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান।

এছাড়া ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন এলাকা থেকে আহত ৬০ জনকে হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা কলেজের অদূরে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের পর থেকে শুরু হয় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। বিকাল ৪টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে তা ঢাকা কলেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সে সময় ঢাকা কলেজের সামনের রাস্তায় হেলমেট পরা এক ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশেই লাঠি হাতে ছিলেন আরেক ব্যক্তি। আহত ওই ব্যক্তিই পরে হাসপাতালে মারা যান।

সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষের মধ্যে সেখানে পাঁচটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাতজনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে রংপুরে একজন এবং চট্টগ্রামে দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.