Dhaka Reader
Nationwide Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে আইসিসির আল্টিমেটাম, ভারতে খেলুন নইলে পয়েন্ট ছাড়ুন

ক্রীড়া ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার এক অনলাইন সভার মাধ্যমে বিসিবিকে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আইসিসি কর্তৃপক্ষ। ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবি যে জোরালো দাবি জানিয়েছিল, তার সঙ্গে একমত হতে পারেনি সংস্থাটি। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবারের সভায় চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইসিসি নিজেদের অবস্থান থেকে সরবে না। আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। তবে ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কঠোর আল্টিমেটাম পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের এই টানাপোড়েনের সূত্রপাত হয় পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। এর পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বর্জনের হুমকি দেয় বিসিবি এবং ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের দাবি জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এ ছাড়া গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিও কলকাতায় এবং নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.