Dhaka Reader
Nationwide Bangla News Portal

৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ মনোনয়নপ্রার্থী জাকিরের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৫ আসনে ধানের শীষ মনোনয়নপ্রার্থী, বিএনপি-সমর্থক জাকির হোসেন নয়ন শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালান।

তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রচারণাকালে জাকির হোসেন নয়ন বলেন, “যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করব এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে এনে দেশকে গণতান্ত্রিক পথে পরিচালিত করতে কাজ করছে — আমি সেই আন্দোলনের অংশ হতে চাই।”

Leave A Reply

Your email address will not be published.